মুসলিম জাতির অন্যতম প্রধান ধর্মীয় ও জাতীয় উৎসব ইদুল ফিতরের দিনটি খুবই তাৎপর্য ও মহিমার দাবিদার। এক মাস রোজা পালন শেষে শাওয়ালের বাঁকা চাঁদ নিয়ে আসছে পরম আনন্দ ও খুশির ইদ। রোজাদার যে পরিচ্ছন্নতার ও পবিত্রতার সৌকর্য দ্বারা অভিষিক্ত হন, যে আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ-তিতিক্ষা, উদারতা, বদান্যতা, মহানুভবতা ও মানবতার গুণাবলি দ্বারা উদ্ভাসিত হন, এর গতিধারার প্রবাহ অক্ষুন্ন রাখার শপথ গ্রহণের দিন হিসেবে ইদুল ফিতর আমাদের সামনে উপস্থিত । এদিন যে আনন্দধারা প্রবাহিত হয়, তা অফুরন্ত পুণ্য দ্বারা পরিপূর্ণ। নতুন চাঁদ দেখা মাত্র আজ সন্ধ্যায় পাড়া-মহল্লার মসজিদের মাইকে প্রতি বছরের ন্যায় এই বছর ও ঘোষিত হবে খুশির বার্তায় ‘ইদ মোবারক’। সেই সঙ্গে চারদিকে শোনা যাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ইদের গান: ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ইদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ…’
ইদ মোবারক বা ইদ মুবারক (আরবি: عيد مبارك) হল মুসলিমদের একটি ঐতিহ্যবাহী শুভেচ্ছাবাক্য যেটি আমরা মুসলমানরা ইদুল ফিতর এবং ইদুল আজহায় পরস্পরকে বলে শুভেচ্ছা জ্ঞাপন করে থাকি। ইদ শব্দের অর্থ আনন্দ বা উদযাপন। আর মোবারক শব্দের অর্থ কল্যাণময়। সুতরাং ইদ মোবারকের অর্থ হল কল্যাণময় হোক ইদ বা আনন্দ উদযাপন । কিন্তু কালপরিক্রমায় এই বছর সারা বিশ্বের মুসলমানরা পালন করবে এক ব্যতিক্রমী ইদ। এমন ইদ মানব ইতিহাসে আর না আসুক এটিই হবে মহান স্রষ্টার কাছে সকল মুসলমানের প্রার্থনা। চলুন এবারের ইদ দূরুত্ব বজায় রেখে উৎযাপন করি। এখন দূরুত্ব বজায় রাখার অর্থ ভবিষ্যতে আরো বেশি কাছে থাকার আশা করা। সকল দেশবাসীর সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি ভয়েস অব হিউম্যানিটি পরিবারের সকল সদস্য, ভিজিটর ও শুভাকাঙ্খীদের প্রতি রইল মানবিক ইদ শুভেচ্ছা।
– ইদ মোবারক।