জিরো হাঙ্গার প্রজেক্ট

পৃথিবী হোক ক্ষুধা মুক্ত” প্রতিপাদ্যকে সামনে রেখে ভয়েস অব হিউম্যানিটি’র জিরো হাঙ্গার প্রজেক্টের আওতায় তিন জন কৃষক (জনাব মোহাম্মদ রিদুয়ান,জনাব মোঃ সেলিম উদ্দিন ও রমিছ আহমদ) এর সাথে নগদ অর্থসহ চুক্তি সম্পন্ন করেন ভয়েস অব হিউম্যানিটি সম্মানিত জেনারেল সেক্রেটারি জনাব ডা. ওয়াসিম কামাল নাদিম।সাথে ছিলেন ভয়েস অব হিউম্যানিটির সদস্য জনাব মোঃ শহিদুল ইসলাম।

Zero Hunger Project