কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডার পাড়ায় ১ জানুয়ারি ২০২৪ সাল থেকে ভয়েস অব হিউম্যানিটি স্কুলের যাত্রা শুরু হতে যাচ্ছে। এই স্কুলটি মূলত প্রতিষ্টিত হতে যাচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে। স্কুলের স্লোগান হলো ” আমার শিক্ষাই, আমার ভবিষ্যৎ “। গত ২৬ জুলাই, ২০২৩, বহুল প্রচারিত দৈনিক মানব কন্ঠে ” পেকুয়া আশ্রয় কেন্দ্র বেহাল” শিরোনামে একটি নিউজ প্রকাশিত হলে নিউজটি ভয়েস অব হিউম্যানিটির সভাপতি জনাব এম এ হাসানের নজরে আসে এবং তিনি সিদ্ধান্ত নেন ভবনটি সংষ্কার করে সেখানে সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সে জন্য একটি স্কুল করা হবে। উজানটিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেন চৌধুরী ও স্হানীয় প্রশাসনের সহায়তায় ভয়েস অব হিউম্যানিটি ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে স্কুলটি পরিচালনা করা হবে। ভয়েস অব হিউম্যানিটি’র স্বেচ্ছাসেবক জনাব হুমায়ূন কবির ও তার টিম অত্যন্ত শ্রম দিয়ে যাচ্ছেন। তাদের প্রতি ফাউন্ডেশন কৃতজ্ঞতা প্রকাশ করছে। সুশিক্ষায় সুন্দর জাতি গড়ে উঠুক। সমাজের কেউ যেন বঞ্চিত না হয় তার শিক্ষার অধিকার থেকে।