সবার মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে”গাছ লাগাও,পৃথিবী বাঁচাও”শিরোনামে ভয়েস অব হিউম্যানিটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন।কক্সবাজারে বিভিন্ন স্কুল,কলেজ ও মসজিদে বিভিন্ন ফলজ ও ঔষুধি চারা বিতরণ করা হয়।আমাদের প্রতিনিধি মিসেস মাইমুনা সাওদা ও কলেজের শিক্ষার্থীবৃন্দ বিতরণে সহায়তা করেন।