Blog

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ভয়েস অব হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ কুমিল্লায় বন্যার কবলে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণের সূচনা হয়েছে। সবার সহানুভূতি ও দ্বায়িত্বশীল ভালোবাসা যেন তাদের কষ্টের মাঝে একটি নতুন শক্তি যোগায়। মানবতার এই বন্ধনই আমাদের শক্তি, যা বিপদের সময়েও আমাদের একত্রিত করে।


আপনার অনুদান পাঠাতে-
বিকাশ/ নগদ পার্সোনাল
01967682336

গণতন্ত্র ও সুশাসন বিষয়ক ভয়েস অব হিউম্যানিটির সেমিনার

ভয়েস অফ হিউম্যানিটি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতে সুশাসন এবং গণতন্ত্রের গঠন” শীর্ষক একটি জ্ঞানগর্ভ অনলাইন সেমিনারে আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল ১৭ আগষ্ট ২০২৪, বাংলাদেশ সময় রাত ৯:০০ টায়।। উইন উইন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক লুইসা ব্রুনোরির পাশাপাশি মূল বক্তা হিসাবে থাকবেন প্রফেসর
ডঃ প্যাট্রিজিও বিয়াঞ্চি, ইউনেস্কোর শিক্ষা, উন্নয়ন ও সমতা বিভাগে প্রেসিডেন্ট এবং ইতালির প্রাক্তন শিক্ষামন্ত্রী, ভয়েস অব হিউম্যানিটির সভাপতি এম.এ. হাসানের দ্বারা আহ্বান করা একটি আকর্ষণীয় সেমিনারটি পরিচালনা করবেন সুরায়া মান্নান লাবণ্য। শাসন ​​এবং গণতন্ত্রের সমালোচনামূলক ছেদ সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি অর্জনের এই সুযোগতে আপনাদের অংশগ্রহণের আহ্বান জানায়।

হিউম্যানিটি স্কুলের বই বিতরণ উৎসব-২০২৪

নতুন বই, নতুন স্বপ্ন, উজ্জীবিত শিশু মন। আজ বই বিতরণের মধ্য দিয়ে হিউম্যানিটি স্কুলের যাত্রা শুরু হলো। দোয়া রাখবেন বাচ্চাদের যেন আমরা একটি কোয়ালিটি শিক্ষা উপহার দিতে পারি।

বন্যায় ভয়েস অব হিউম্যানিটির খাবার বিতরণ

গত আগষ্ট মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারে ভয়াবহ বন্যা সংঘটিত হয়। হাজার হাজার মানুষ বাড়ি ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্র আশ্রয় নেন। দেখা দিয়েছিল তীব্র বিশুদ্ধ পানির ও খাবারের সংকট। এমতাবস্থায় ভয়েস অব হিউম্যানিটি টানা ৫ দিন আশ্রয় কেন্দ্রে অবস্থান রত ও পানি বন্দি প্রায় ১০ হাজার মানুষের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।