ভয়েস অফ হিউম্যানিটি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতে সুশাসন এবং গণতন্ত্রের গঠন” শীর্ষক একটি জ্ঞানগর্ভ অনলাইন সেমিনারে আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল ১৭ আগষ্ট ২০২৪, বাংলাদেশ সময় রাত ৯:০০ টায়।। উইন উইন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক লুইসা ব্রুনোরির পাশাপাশি মূল বক্তা হিসাবে থাকবেন প্রফেসর
ডঃ প্যাট্রিজিও বিয়াঞ্চি, ইউনেস্কোর শিক্ষা, উন্নয়ন ও সমতা বিভাগে প্রেসিডেন্ট এবং ইতালির প্রাক্তন শিক্ষামন্ত্রী, ভয়েস অব হিউম্যানিটির সভাপতি এম.এ. হাসানের দ্বারা আহ্বান করা একটি আকর্ষণীয় সেমিনারটি পরিচালনা করবেন সুরায়া মান্নান লাবণ্য। শাসন এবং গণতন্ত্রের সমালোচনামূলক ছেদ সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি অর্জনের এই সুযোগতে আপনাদের অংশগ্রহণের আহ্বান জানায়।